কলকাতা হাইকোর্ট নিন্মলিখিত পদের জন্য আবেদন গ্রহণ করছে। নীচে বিঞ্জাপনের বিশদ বিবরণ দেওয়া হল।
পোস্টের নাম – ইন্টারপ্রেটিং অফিসার
শূন্যপদের সংখ্যা – 8
যোগ্যতা – স্নাতক
বয়স – ১৮ – ৪০ (০১/০১/২০২৫)
আবেদন শুরু – ০৭/০১/২০২৫
আবেদন শেষ – ১৫/০১/২০২৫
আবেদন ফী – ৪০০ টাকা
আবেদনের পদ্ধতি – অফলাইনে আবেদন করতে হবে।