ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি

ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি

ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি –  ঘুরতে কার না ভালো লাগে। আমাদের সকলেরই বেড়াতে যেতে খুবই ভালো লাগে। বছরের বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়ার ইচ্ছা কম বেশী সকলেরই করে। ঘুরতে গিয়ে কেমন ঘুরলে তা নিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখে জানাতে হবে। কীভাবে এই চিঠি লিখবে যদি ভেবে থাকো তাহলে নীচে দেওয়া আমাদের এই চিঠিটি পড়তে পারো। এখানে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখার একটি উদাহরণ দেওয়া হয়েছে। আশা করি এটি তোমাদের চিঠিটি লিখতে সাহায্য করবে।

ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি

প্রিয় বন্ধু,

  আশা করি তুই ভালো আছিস এবং তোর বাবা-মাও ভালো আছে। আমারও ভালো আছি। এবারের পূজোর ছুটিতে আমরা দিল্লী বেড়াতে গিয়েছিলাম। আমরা সেখানে চার দিন ছিলাম। দিল্লির বিখ্যাত দর্শনীয় বিভিন্ন স্থান আমরা ঘুরেছি। দিল্লীর লাল কেল্লা, কুতুবমিনার,  ইন্ডিয়া গেট, যন্ত্রর মন্ত্রর, আরো অনেক দর্শনীয় স্থানে আমরা ঘুরতে গিয়েছিলাম। ভ্রমণের প্রথম দিনে আমরা গিয়েছিলাম ঐতিহাসিক লালকেল্লা। এখানকার দৃশ্য দেখে আমরা সকলে মুদ্ধ। আমারতো মনে হচ্ছিল সারাদিন ওইখানে থাকি। কিন্তু শুধু লালকেল্লা দেখলে তো হবেনা। তাই লাল কেল্লা দেখার পর আমরা বেরিয়ে পড়েছিলাম দিল্লীর কুতুবমিনার দেখতে। ইন্টারনেটে ছবিতে যেরকম ভেবেছিলাম কাছ থেকে দেখে ঠিক অবিকল তার মতোই। সামনে থেকে যেন আরো অনেক ভালো লাগছে। এরপর দ্বিতীয় দিনে আমরা দেখতে গিয়েছিলাম ইন্ডিয়া গেট আর যন্ত্রর মন্ত্রর। তারপর দিন আরো অন্যান্য স্থানে আমরা ঘুরতে গিয়েছিলাম। আমারতো দিল্লী ঘুরতে অসাধারণ লেগেছে। ঠিক আছে আজকের মত এখানেই শেষ করছি। ভালো থাকিস, তোর বাবা মাকে প্রণাম জানাস।

ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি বাংলা
ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি বাংলা

Leave a Comment