গরমের ছুটি জানিয়ে বন্ধুকে চিঠি – প্রতি বছরই অত্যাধিক গরমের সময় বিদ্যালয়গুলি একটা নির্দিষ্ট সময়ের জন্য ছুটি থাকে। ঐ সময় অনেকেই বিভিন্ন স্থানে ঘুরতে যায়। এবারের গরমের ছুটিতে তুমি কিভাবে কাটাবে সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। এই চিঠি কিভাবে লিখবে সেটা নীচে উদাহণের মাধ্যমে দেওয়া হয়েছে। আশা করি এটি তোমাদের চিঠিটি লিখতে সাহায্য করবে।
গরমের ছুটি জানিয়ে বন্ধুকে চিঠি
প্রিয় বন্ধু,
আশা করি তুই ভালো আছিস এবং তোর বাবা-মাও ভালো আছে। আমারও ভালো আছি। আর কয়েকদিন পর গরমের ছুটি পড়তে চলেছে। এবারের গরমের ছুটিতে আমরা দার্জিলিং এ ঘুরতে যাবো। দার্জিলিং এ ঘুরতে যাবার ইচ্ছা অনেক দিনের। এর আগে একবার যাবার সুযোগ হয়েছিল কিন্তু সেবারে যাওয়া হয়নি। বাবা যখন বলল এবারের গরমের ছুটিতে আমরা দার্জিলিং এ ঘুরতে যাবো। সেটা শুনে তো আমার আনন্দের ঠিকানা নেই। অনেকের থেকে শুনেছি ও বইতে দার্জিলিং সম্পর্কে যা জেনেছি পড়েছি সেগুলি সামনে থেকে দেখতে পাবো। দার্জিলিং একটা অসাধারণ ঘোরার জায়গা। এখানকার পাহাড়ের দৃশ্য, চা বাগান, টাইগার হিল প্রধান আকর্ষণ। আমিতো ভাবছি কখন গরমের ছুটিটা পড়বে আর আমি দার্জিলিং যাবো আর ঘুম থেকে উঠে টাইগার হিল থেকে সূর্যোদয় এর অপরূপ সৌন্দর্য দর্শন করব। এখন আমার মনে শুধু দার্জিলিং দার্জিলিং আর দার্জিলিং। ঠিক আছে আজকের মত এখানেই শেষ করছি। গরমের ছুটিতে তুই কি করছিস সেটা অবশ্যই জানাস। তোর চিঠির অপেক্ষায় থাকবো। ভালো থাকিস, তোর বাবা মাকে প্রণাম জানাস।
ইতি
তোমার নাম