Best of India
(১) ভারতের দীর্ঘতম সমুদ্রতট কোনটি?
(ক) মেরিনা
(খ) দীঘা
(গ) গোয়া
(ঘ) পুরী
উত্তরঃ মেরিনা
(২) ভারতের উচ্চতম বাঁধ কোনটি?
(ক) ভাকরা
(খ) সর্দার সরোবর
(গ) হিরাকুঁদ
(ঘ) নাগার্জুন সাগর
উত্তরঃ ভাকরা
(৩) ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি?
(ক) ডাল
(খ) উলার
(গ) চিল্কা
(ঘ) সম্বর
উত্তরঃ উলার
(৪) ভারতের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় কোনটি?
(ক) রবীন্দ্র ভারতী মুক্ত বিশ্ববিদ্যালয়
(খ) ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়
(গ) বিদ্যাসাগর মুক্ত বিশ্ববিদ্যালয়
(ঘ) সিকিম মণিপাল মুক্ত বিশ্ববিদ্যালয়
উত্তরঃ ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়
(৫) ভারতের উচ্চতম বিমানবন্দর কোনটি?
(ক) লাদাখের লে বিমানবন্দর
(খ) মুম্বাই বিমানবন্দর
(গ) কলকাতা বিমানবন্দর
(ঘ) দিল্লী বিমানবন্দর
উত্তরঃ লাদাখের লে বিমানবন্দর
(৬) ভারতের বৃহত্তম লাইব্রেরী কোনটি?
(ক) দিল্লী লাইব্রেরী
(খ) কলকাতার ন্যাশানাল লাইব্রেরী
(গ) বিদ্যাসাগর লাইব্রেরী
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ কলকাতার ন্যাশানাল লাইব্রেরী
(৭) ভারতের উচ্চতম বাঁধ কোনটি?
(ক) হিরাকুঁদ
(খ) ভাকরা
(গ) সালেল
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ ভাকরা
(৮) ভারতের দীর্ঘতম খাল কোনটি?
(ক) ইন্দিরা গান্ধী ক্যানেল
(খ) সরস্বতী খাল
(গ) কৃষ্ণা খাল
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ ইন্দিরা গান্ধী ক্যানেল
(৯) ভারতের উচ্চতম ব্যারেজ কোনটি?
(ক) ফারাক্কা
(খ) ভাকরা
(গ) রংটং
(ঘ) কোনটাই নয়
উত্তরঃ ফারাক্কা
(১০) ভারতের দীর্ঘতম মালভূমি কোনটি?
(ক) দাক্ষিণাত্য মালভূমি
(খ) লাদাখ
(গ) ছোটানাগপুর
(ঘ) ভারতে কোন মালভূমি নেই
উত্তরঃ দাক্ষিণাত্য মালভূমি
ভারতের উচ্চতম
বিমান বন্দর | লাদাখের লে |
যান চলাচলকারী সেতু | লাদাখের খারদুংলা |
বাঁধ | ভাকরা বাঁধ |
গেট ওয়ে | বুলন্দ দরওয়াজা |
জল বিদ্যুৎ কেন্দ্র | রং টং |
স্মৃতি স্তম্ভ | কুতুব মিনার |
রেল স্টেশন | ঘুম দার্জিলিং |
পর্বত শৃঙ্গ | গড উইন অস্টিন |
জলপ্রপাত | গার সোপ্পা কর্ণাটক |
গিরিপথ | কার্নেল |
স্তূপ | সাঁচি স্তূপ |
[ ভারতের বৃহত্তম ] [ ভারতের দীর্ঘতম ]
Click here to download this table as pdf
You may also like