Basic General Knowledge in Bengali – Quiz 11

History GK in Bengali

(১) প্রথম জৈন তীর্থঙ্করের নাম কি?

(ক) পার্শ্বনাথ

(খ) ঋষভ নাথ

(গ) মহাবীর 

(ঘ) কোনটাই নয়

উত্তরঃ ঋষভ নাথ


(২) ত্রিপিটক কোন ভাষায় রচিত?

(ক) সংস্কৃতি

(খ) পালি

(গ) আরবি

(ঘ) কোনটাই নয়

উত্তরঃ পালি


(৩) মহাবীর কোথায় দেহত্যাগ করেন?

(ক) পাবা নগরীতে

 (খ) কুশি নগরে  

(গ) লুম্বিনী উদ্যানে 

 (ঘ) কোনটাই নয়

উত্তরঃ পাবা নগরীতে


(৪) আজীবক ধর্মের প্রবর্তন কে করেছিলেন?

(ক) বুদ্ধদেব

(খ)  মহাবীর

(গ) গোশাল মংখলিপুত্র 

(ঘ) কোনটাই নয়

উত্তরঃ গোশাল মংখলিপুত্র 


(৫)  গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

(ক) নেপালের লুম্বিনী উদ্যানে

(খ) রাজগৃহের কাছে পাবা নগরীতে

(গ) লীলাঞ্জনা নদীর তীরে গয়ার কাছে 

(ঘ) কোনটাই নয়

উত্তরঃ নেপালের লুম্বিনী উদ্যানে


(৬)   চতুর্যাম কে চালু করেছিলেন?

(ক) গৌতম বুদ্ধ

(খ) মহাবীর

(গ) ঋষভনাথ

(ঘ) পার্শ্বনাথ

উত্তরঃ পার্শ্বনাথ


(৭) মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন?  

(ক) পাবা নগরী

 (খ) বৈশালী

(গ) কুশীনগরী

 (ঘ) লুম্বীনি উদ্যানে

উত্তরঃ বৈশালী


(৮) মহাবীর কত বৎসর বয়সে সংসার ত্যাগ করে দীক্ষা নিয়েছিলেন?  

(ক) ২১ বৎসর

 (খ) ৩০ বৎসর

(গ) ৩২ বৎসর

 (ঘ) ২৫ বৎসর

উত্তরঃ ৩০ বৎসর


(৯) মহাবীরের মাতার নাম কি ছিল?  

(ক) গান্ধারী

 (খ) যশোদা

(গ) ত্রিশলা

 (ঘ) গৌতমী

উত্তরঃ ত্রিশলা


(১০) মহাবীর কোথায় তপস্যা শুরু করেছিলেন?  

(ক) নিরঞ্জনা নদীর তীরে

 (খ) মজুপালিকা নদীর তীরে

(গ) যমুনা নদীর তীরে

 (ঘ) গয়ার কাছে বট বৃক্ষের নীচে

উত্তরঃ মজুপালিকা নদীর তীরে


(১১)  মহাবীর কত বৎসর তপস্যা করার পর কৈবল্য বা দৈব্যঞ্জান লাভ করেছিলেন?

(ক) ১০ বৎসর

 (খ) ১২ বৎসর

(গ) ১৫ বৎসর

 (ঘ) ২০ বৎসর

উত্তরঃ  ১২ বৎসর


(১২) নীচের কোন রাজাগণ জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিলেন?  

(ক) উদয়ীন ও চন্দ্রগুপ্ত মৌর্য

 (খ) শ্রীগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত

(গ) অজাতশত্রু ও কালাশোক

 (ঘ) উপরের কেউই নয়

উত্তরঃ উদয়ীন ও চন্দ্রগুপ্ত মৌর্য


(১৩)  যে সমস্ত জৈন ধর্মাম্বলীরা ভদ্রবাহুর মত অনুসারে  দেহের পরিধেয় বস্ত্র ত্যাগ করেন তারা কি নামে পরিচিত লাভ করে?

(ক) শ্বেতম্বর

 (খ) দিগম্বর

(গ) হীনযান

 (ঘ) মহাযান

উত্তরঃ দিগম্বর


(১৪)  নীচের কোনটি চতুর্যামের মধ্যে পড়েনা?  

(ক) অন্যায়

 (খ) অচৌর্য

(গ) অহিংসা

 (ঘ) অপরিগ্রহ

উত্তরঃ অন্যায়


(১৫)  মহাবীর চতুর্যামের সাথে কোন নীতিটি যোগ করেছিলেন?  

(ক) সত্য

 (খ) ব্রহ্মচর্য

(গ) সৎ জ্ঞান

 (ঘ) সৎ চিন্তা

উত্তরঃ ব্রহ্মচর্য


(১৬) ত্রিরত্ন কে প্রবর্তন করেছিলেন?  

(ক) পার্শ্বনাথ

 (খ) মহাবীর

(গ) গৌতম বুদ্ধ

 (ঘ) গোসাল

উত্তরঃ মহাবীর


(১৭) বুদ্ধ দেবের প্রকৃত নাম কি?  

(ক) বর্ধমান

 (খ) গৌতম

(গ) সিদ্ধার্থ

 (ঘ) রাহুল

উত্তরঃ সিদ্ধার্থ


(১৮)  ত্রিপিটক এর কয়টি ভাগ?  

(ক) ১ টি

 (খ) ২ টি

(গ) ৩ টি

 (ঘ) ৪ টি

উত্তরঃ ৩ টি


(১৯) প্রথম বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল?  

(ক) রাজগৃহ

 (খ) বৈশালী

(গ) পাটলিপুত্র

 (ঘ) কাশ্মীর

উত্তরঃ রাজগৃহ


(২০)  বুদ্ধ দেব প্রথম কোথায় ধর্মপ্রচার করেন?

(ক) কাশ্মীর

 (খ) সারানাথ

(গ) কুন্দগ্রাম

 (ঘ) লুম্বিনী

উত্তরঃ সারানাথ


1 thought on “Basic General Knowledge in Bengali – Quiz 11”

Comments are closed.