Basic General Knowledge in Bengali – Quiz 12

Geography GK in Bengali

(১) ফোবোস কোন গ্রহে উপগ্রহ?

(ক ) পৃথিবী

(খ) মঙ্গল

(গ) শনি

(ঘ) নেপচুন 

উত্তরঃ মঙ্গল


() শুক্র গ্রহের কয়টি উপগ্রহ আছে?

(ক) একটি

(খ) দুটি

(গ) ষোলোটি

(ঘ) কোন উপগ্রহ নেই

উত্তরঃ কোন উপগ্রহ নেই


() আয়তন অনুসারে সাজালে কোনটি ঠিক ভাবে সাজানো আছে?

(ক) পৃথিবী নেপচুন বৃহস্পতি শনি ইউরেনাস

(খ) বৃহস্পতি ইউরেনাস পৃথিবী শনি নেপচুন

(গ) বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন পৃথিবী

(ঘ) কোনটিই ঠিক ভাবে সাজানো নেই

উত্তরঃ বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন পৃথিবী


() সৌরজগতের বাইরে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র কোনটি?

(ক) সিরিয়াস

(খ) প্রোক্সিমা সেন্টারি

(গ) আলফা সেন্টারি

(ঘ) কোনটিই নয়

উত্তরঃ সিরিয়াস


() যে সমস্ত নক্ষত্রের আয়তন সূর্যের থেকে বড় তাদের কি বলা হয়?

(ক) ডগ স্টার

(খ) নিউট্রন স্টার

(গ) রেড স্টার

(ঘ) কোনটিই নয়

 উত্তরঃ নিউট্রন স্টার