Current Affairs in Bengali 23 and 24 February 2023

২৩ ও ২৪ ফেব্রুয়ারি ২০২৩

১) প্রবাসী বাঙ্গালীদের জন্য “আপন বাংলা” পোর্টাল লঞ্চ

করলেন কে?

উত্তরঃ মমতা ব্যানার্জী 

২) ভারতের কোথায় প্রথম কৃষি চ্যাটবট “Ama Krush Al” লঞ্চ করা হলো?

উত্তরঃ উড়িষ্যা

৩) আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার পেলেন ভারতের কোন শিক্ষাবিদ ও সমাজকর্মী ?

উত্তরঃ ড. মহেন্দ্ৰ মিশ্র 

৪) ‘Argentina Open title 2023’ জিতলেন কোন দেশের টেনিস তারকা?

উত্তরঃ স্পেনের Carlos Alcaraz

৫) ভারতের কোথায় mRNA Vaccine Hub তৈরি করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)?

উত্তরঃ হায়দ্রাবাদ 

৬) ভারতে প্রথম স্থানীয় ভাষায় জাজমেন্ট প্রকাশ করলো কোন হাইকোর্ট?

উত্তরঃ কেরালা 

৭) ভারতের ৮০তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে?

উত্তরঃ তামিলনাড়ুর Vignesh NR 

৮) ২০২৭ সাল পর্যন্ত “Women’s Premier League (WPL)” – এর টাইটেল স্পন্সর হলো কোন কোম্পানি?

উত্তরঃ Tata Group