Current Affairs in Bengali 25 and 26 February 2023

২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০২৩

১) Ola, Uber, Rapido ইত্যাদি বাইক ট্যাক্সি সার্ভিস ব্যান করলো কোন সরকার?

উত্তরঃ দিল্লী সরকার 

২) ChatGPT এর মতোই ‘LLAMA’ নামে Al ল্যাঙ্গুয়েজ লঞ্চ করল কোন কোম্পানি?

উত্তরঃ Meta

৩) “Entrepreneur of the Year 2022” – শিরোপা জিতলেন কে?

উত্তরঃ সজ্জন জিন্দাল 

৪) সম্প্রতি “Financial Action Task Force (FATF)” কোন দেশকে মেম্বারসিপ থেকে সাসপেন্ড করলো?

উত্তরঃ রাশিয়া

৫) “All India Taekwondo Championship 2023” – হোস্ট করছে কোন শহর?

উত্তরঃ দিল্লী

৬) কোন শ্রেণী পর্যন্ত গুজরাটি শেখা বাধ্যতামূলক করলো গুজরাট সরকার?

উত্তরঃ অষ্টম শ্রেণী 

৭) ভারতে প্রথম ম্যানহোল পরিষ্কার করার জন্য রোবোটিক মেশিন ব্যবহার করছে কোন রাজ্য?

উত্তরঃ কেরালা 

৮) World Bank-এর পরবর্তী নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন?

উত্তরঃ অজয় বঙ্গ