General Knowledge in Bengali Basic GK – Quiz 10

First in India

This is one of the most important parts of General Knowledge. Students preparing for competitive examinations should give a great attention to this section of General Knowledge. Here we have listed only the important questions and answers which may come in any examination.

(১) দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম কে পেয়েছিলেন?

(ক) শ্রীমতী দেবিকা রানী

(খ) বি এন সরকার

(গ) বি এন রেড্ডি

(ঘ) খান আব্দুল গফফর খান

উত্তরঃ শ্রীমতী দেবিকা রানী


(২) নিম্নলিখিত ব্যক্তি গণের মধ্যে প্রথম কে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন?

(ক) তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায়

(খ) টি এস পিল্লাই

(গ) জি শঙ্কর কুরুপ

(ঘ) পান্না লাল প্যাটেল

উত্তরঃ জি শঙ্কর কুরুপ


(৩) কোন ভারতীয় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন?

(ক) ডঃ হর গোবিন্দ খুরানা

(খ) ডঃ অমর্ত্য সেন

(গ) রবীন্দ্র নাথ ঠাকুর

(ঘ) স্যার সি ভি রমণ

উত্তরঃ রবীন্দ্র নাথ ঠাকুর


(৪) ভারতের প্রথম আই সি এস অফিসার কে ?

(ক) সুভাষ চন্দ্র বসু

(খ) সত্যেন্দ্রনাথ ঠাকুর

(গ) রাধানাথ শিকদার

(ঘ) অমিতাভ চৌধুরী

উত্তরঃ সত্যেন্দ্রনাথ ঠাকুর


(৫) ভারতের প্রথম মহাকাশচারী কে ?

(ক) শিব কুমার

(খ) মিহির সেন

(গ) রাকেশ শর্মা

(ঘ) জে আর ডি টাটা

উত্তরঃ রাকেশ শর্মা


Pre123456Next

Download pdf version Click here

You may also like