
GK Questions for Class 1 in Bengali – শিশুর সঠিক জ্ঞানের বিকাশের জন্য পারিপার্শ্বিক সম্পর্কে জানা তার অবশ্যই প্রয়োজন। শুধুমাত্র স্কুলের সিলেবাসের বই পড়লে হবে না, তার সাথে সাথে অন্যান্য বিভিন্ন বিষয়ে তাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে। বর্তমান যুগে ইন্টারনেটের মাধ্যমে আমরা ঘরে বসেই সারা বিশ্বে কি ঘটছে না ঘটছে সব কিছুই জানতে পারি। তাই যদি আপনার শিশুকে সঠিকভাবে জ্ঞানী করতে চান তাহলে তাকে অবশ্যই স্কুলের সিলেবাস এর গণ্ডি পেরিয়ে অন্যান্য বিষয় সম্পর্কে অবগত করতে হবে। এখানে আপনার শিশুর সাধারণ জ্ঞানের ভিত্তি স্থাপনের জন্য ৫০ টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর দেওয়া হলো। পরবর্তীকালে আরও সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নবলি আমরা আপনাদের দিতে থাকবো। এখানে দেয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তরগুলি আপনার শিশুকে পারিপার্শ্বিক সম্পর্কে জানতে কিছুটা সাহায্য করবে। আশা করি এই প্রশ্নগুলি আপনাদের ভালো লাগবে।
GK Questions for Class 1 in Bengali (পিডিএফ)
(১) প্রশ্ন :: আমাদের দেশের নাম কি?
উত্তর :: ভারতবর্ষ
(২) প্রশ্ন :: স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তর :: জওহরলাল নেহেরু
(৩) প্রশ্ন :: ভারতের স্বাধীনতা দিবস কবে?
উত্তর :: ১৫ই আগস্ট
(৪) প্রশ্ন :: ভারতের জাতীয় ফুল কি?
উত্তর :: পদ্ম
(৫) প্রশ্ন :: জলের রঙ কী?
উত্তর :: জলের কোন রঙ নেই
(৬) প্রশ্ন :: আমাদের দেশের (ভারত) রাজধানী কোনটি?
উত্তর :: নিউ দিল্লী
(৭) প্রশ্ন :: আমাদের দেশের জাতীয় ফল কি?
উত্তর :: আম
(৮) প্রশ্ন :: পাখি ছাড়া আর কোন প্রাণী উড়তে পারে?
উত্তর :: বাদুড়
(৯) প্রশ্ন :: এক মাসে কতদিন?
উত্তর :: ৩০ দিন
(১০) প্রশ্ন :: মানুষের শরীরের সবথেকে শক্ত অংশ কোনটি?
উত্তর :: দাঁতের আবরণ (এনামেল)
(১১) প্রশ্ন :: রংধনুতে কয়টি রঙ থাকে?
উত্তর :: সাতটি
(১২) প্রশ্ন :: কত দিনে একবছর?
উত্তর :: ৩৬৫ দিনে
১৩) প্রশ্ন :: তোমার চোখ কয়টি?
উত্তর :: দুইটি
(১৪) প্রশ্ন :: একটি সবুজ পাখির নাম বলো।
উত্তর :: টিয়া পাখি
(১৫) প্রশ্ন :: আমরা কিসের সাহায্যে হাঁটি?
উত্তর :: পা এর সাহায্যে
(১৬) প্রশ্ন :: সোমবারের আগে কোন দিনটি আসে?
উত্তর :: রবিবার
(১৭) প্রশ্ন :: এক সপ্তাহে কত দিন থাকে?
উত্তর :: ৩০ দিন
(১৮) প্রশ্ন :: একটি গৃহপালিত পশুর নাম বলো।
উত্তর :: গরু
(১৯) প্রশ্ন :: ডিমের কুসুম কি রঙের?
উত্তর :: হলুদ
(২০) প্রশ্ন :: কোন প্রাণী থেকে আমরা খাবার জন্য দুধ পাই?
উত্তর :: গরু, মহিষ
(২১) প্রশ্ন :: কোনটি মানুষের ইন্দ্রিয়?
গলা, চোখ, হাত, পা
উত্তর :: চোখ
(২২) প্রশ্ন :: পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি?
উত্তর :: চাঁদ
(২৩) প্রশ্ন :: নীচের কোন প্রাণীটি মাংস খায়?
বাঘ, হরিণ, জিরাফ, হাতি
উত্তর :: বাঘ
(২৪) প্রশ্ন :: একটি আয়তক্ষেত্রের কয়টি বাহু আছে?
উত্তর :: চারটি
(২৫) প্রশ্ন :: বছরের শেষ মাস কোনটি?
উত্তর :: চৈত্র
(২৬) প্রশ্ন :: কোন প্রাণীকে ‘জঙ্গলের রাজা’ বলা হয়?
উত্তর :: সিংহ
(২৭) প্রশ্ন :: আমাদের দাঁতের রঙ কি?
উত্তর :: সাদা
(২৮) প্রশ্ন :: আমরা কিসের সাহায্যে শুনতে পাই?
উত্তর :: কান এর সাহায্যে
(২৯) প্রশ্ন :: আমাদের দুইটি হাতে মোট কয়টি আঙুল আছে?
উত্তর :: ১০টি
(৩০) প্রশ্ন :: নিচের কোন প্রাণী জলে বাস করতে পারে?
কুকুর, ছাগল, কুমির, হাতি
উত্তর :: কুমির
(৩১) প্রশ্ন :: লেবুর স্বাদ কেমন?
উত্তর :: টক
(৩২) প্রশ্ন :: বুধবারের পর কি বার?
উত্তর :: বৃহস্পতিবার
(৩৩) প্রশ্ন :: নিচের প্রাণীদের মধ্যে কোন প্রাণী দ্রুত দৌড়ায়?
ঘোড়া, কুকুর, উট, শিয়াল
উত্তর :: ঘোড়া
(৩৪) প্রশ্ন :: আমরা কিসের সাহায্যে গন্ধ শুঁকি?
উত্তর :: নাক
(৩৫) প্রশ্ন :: নীচের সংখ্যাগুলির মধ্যে কোনটি বড়?
২৩, ৯৯, ৫৬, ৭৮
উত্তর :: ৯৯
(৩৬) প্রশ্ন :: কোন প্রাণী আমাদের ঘর পাহারা দেয়?
উত্তর :: কুকুর
(৩৭) প্রশ্ন :: ইংরেজি বছরের প্রথম মাসের নাম কি?
উত্তর :: জানুয়ারি
(৩৮) প্রশ্ন :: নিচের কোনটি আকাশে উড়তে পারে?
ব্যাঙ, পাখি, হরিণ, উট
উত্তর :: পাখি
(৩৯) প্রশ্ন :: সবথেকে বড় পাখির নাম কি?
উত্তর :: উটপাখি
(৪০) প্রশ্ন :: আমাদের চুলের প্রাকৃতিক রঙ কি?
উত্তর :: কালো
(৪১) প্রশ্ন :: জুন মাসের আগে কোন মাস আসে?
উত্তর :: মে
(৪২) প্রশ্ন :: ৭ এর পরবর্তী সংখ্যা কত?
উত্তর :: ৮
(৪৩) প্রশ্ন :: সবচেয়ে বড়ো গ্রহ কোনটি?
উত্তর :: বৃহস্পতি
(৪৪) প্রশ্ন :: কোন সময় আমরা সোয়েটার পরি?
উত্তর :: শীতকালে
(৪৫) প্রশ্ন :: ডিমের আকৃতি হল _____
উত্তর :: ডিম্বাকার
(৪৬) প্রশ্ন :: সবথেকে লম্বা গলা কোন প্রাণীর?
উত্তর :: জিরাফ এর
(৪৭) প্রশ্ন :: ইংরেজি বর্ণমালায় কয়টি অক্ষর আছে?
উত্তর :: ২৬টি
(৪৮) প্রশ্ন :: গাছের কোন অংশটি মাটির নিচে থাকে?
উত্তর :: শিকড়
(৪৯) প্রশ্ন :: কোন মাছ জল ছাড়া অনেকক্ষণ বেঁচে থাকতে পারে?
উত্তর :: শিং মাছ
(৫০) প্রশ্ন :: কুকুরের কটি পা আছে?
উত্তর :: চারটি