GK Questions for Class 2 in Bengali

GK questions for class 2 in Bengali

GK Questions for Class 2 in Bengali : দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উপযোগী সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর এখানে দেওয়া হলো। এখানে ৫০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে। এখানে দেওয়া প্রশ্ন উত্তরগুলি বিভিন্ন বিষয় সম্পর্কিত। এখানে প্রকাশিত প্রশ্ন গুলি একজন দ্বিতীয় শ্রেণীর ছাত্র বা ছাত্রীর জানা প্রয়োজন। দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের সিলেবাসের যে বই পড়ে তাতে অনেক কিছু জানা গেলেও তা তাদের জন্য যথেষ্ট নয়। সেজন্য তাদের নিয়মিত পাঠ্যপুস্তক এর বাইরের বই থেকে সাধারণ জ্ঞানের চর্চা করে যেতে হবে। বর্তমানে ইন্টারনেটে যুগে কেউ যদি মনে করে তাদের সাধারণ জ্ঞানের ভান্ডার বাড়াবে তাহলে বই না কিনলেও হবে। ইন্টারনেটে যেকোনো বিষয়ে সার্চ করলে সেই সম্পর্কিত অনেক তথ্য আপনাদের সামনে সহজেই চলে আসে। তাই কেউ যদি মনে করে তার সাধারণ জ্ঞানের ভান্ডার প্রসারিত করবে সহজেই ইন্টারনেট থেকে হাজার হাজার প্রশ্ন উত্তর সে সহজেই পেতে পারে। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হলো যেগুলো দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই উপযোগী। আশা করি এই আর্টিকেলটি দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সাধারণ জ্ঞান সম্পর্কে কিছুটা অবহিত করবে। এর আগে আমরা একটি আর্টিকেলে প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর পাবলিশ করেছিলাম। আপনারা সেই প্রশ্ন উত্তর গুলিও দেখতে পারো।

(১) প্রশ্নঃ একটি বৃত্তের কয়টি বাহু থাকে?

উত্তরঃ একটিও নয়

(২) প্রশ্নঃ কোন পাখির ডিম সবথেকে বড়?

উত্তরঃ উটপাখি

(৩) প্রশ্নঃ সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?

উত্তরঃ গ্যানিমিড

(৪) প্রশ্নঃ এক কোটিতে কয়টি শূন্য থাকে?

উত্তরঃ সাতটি 

(৫) প্রশ্নঃ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেন্ড

(৬) প্রশ্নঃ কোন পাখি পিছনের দিকে উড়ে যেতে পারে? 

উত্তরঃ হ্যামিংবার্ড

(৭) প্রশ্নঃ ভারতের জাতীয় পতাকার নকশা কে করেছেন?

উত্তরঃ পিঙ্গলি ভেনকাইয়া (Pingali Venkayya)

(৮) প্রশ্নঃ গণ্ডারের শিং কি দিয়ে তৈরি?

উত্তরঃ চুল 

(৯) প্রশ্নঃ কোন পাখি শান্তির দূত নামে পরিচিত?

উত্তরঃ ঘুঘু পাখি

(১০) প্রশ্নঃ পেঁঙ্গুইন কোন অঞ্চলে দেখা যায়?

উত্তরঃ দক্ষিণ মেরু

(১১) প্রশ্নঃ সূর্যের সবথেকে কাছাকাছি আছে কোন গ্রহটি?

উত্তরঃ বুধ 

(১২) প্রশ্নঃ ভারত কোন বছর স্বাধীনতা পেয়েছে?

উত্তরঃ ১৯৪৭ 

(১৩) প্রশ্নঃ পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম কি?

উত্তরঃ মাউন্ট এভারেস্ট

(১৪) প্রশ্নঃ কোন প্রাণী সবথেকে দ্রুত গতিতে ছোটে?

উত্তরঃ চিতাবাঘ

(১৫) প্রশ্নঃ কোন প্রাণী দিনের ৯০% সময় ঘুমিয়ে কাটায়? 

উত্তরঃ কোয়ালা ভল্লুক

(১৬) প্রশ্নঃ মানুষের কয়টি ইন্দ্রিয় আছে?

উত্তরঃ পাঁচটি 

(১৭) প্রশ্নঃ দুই অঙ্কের সবথেকে ছোট সংখ্যা কোনটি?

উত্তরঃ ১০

(১৮) প্রশ্নঃ বরফের তৈরী বাড়িকে কি বলা হয়?

উত্তরঃ ঈগলু

(১৯) প্রশ্নঃ কোন তিনটি সংখ্যার যোগফল ও গুনফল একই?

উত্তরঃ ১, ২, ৩ 

(২০) প্রশ্নঃ স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন?

উত্তরঃ জেমস ওয়াট

(২১) প্রশ্নঃ কোন সংখ্যাকে শূন্য দিয়ে গুন করলে উত্তর কত হবে? 

উত্তরঃ সর্বদা শূন্য হবে

(২২) প্রশ্নঃ ত্রিভুজের কয়টি বাহু থাকে?

উত্তরঃ তিনটি 

(২৩) প্রশ্নঃ মানুষের কয়টি হাড় আছে?

উত্তরঃ ২০৬ টি 

(২৪) প্রশ্নঃ আমরা কোন পশুর থেকে পশম পাই?

উত্তরঃ ভেড়া 

(২৫) প্রশ্নঃ ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ জহরলাল নেহেরু 

(২৬) প্রশ্নঃ প্রথম ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

(২৭) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে বড় দেশ কোনটি?

উত্তরঃ রাশিয়া 

(২৮) প্রশ্নঃ বরফ আসলে কি?

উত্তরঃ জমাট বাঁধা জল 

(২৯) প্রশ্নঃ ছৌ কোথাকার লোকনৃত্য?

উত্তরঃ পশ্চিমবঙ্গ

(৩০) প্রশ্নঃ পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?

উত্তরঃ সাতটি

(৩১) প্রশ্নঃ ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?

উত্তরঃ রাজস্থান

(৩২) প্রশ্নঃ সূর্য কোনদিকে অস্ত যায়?

উত্তরঃ পশ্চিমদিকে 

(৩৩) প্রশ্নঃ সব থেকে ছোট জোড় সংখ্যা কত?

উত্তরঃ ২ 

(৩৪) প্রশ্নঃ প্রাপ্ত বয়স্ক মানুষের কয়টি দাঁত থাকে?

উত্তরঃ ১০টি

(৩৫) প্রশ্নঃ ভারতের মুদ্রার নাম কি?

উত্তরঃ টাকা

(৩৬) প্রশ্নঃ ভারতের কোন শহর ‘গোলাপী শহর’ নামে পরিচিত?

উত্তরঃ জয়পুর

(৩৭) প্রশ্নঃ কোন প্রাণীর পিঠে কুঁজ থাকে?

উত্তরঃ উট

(৩৮) প্রশ্নঃ অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

উত্তরঃ সিনেমা 

(৩৯) প্রশ্নঃ আন্দামান ও নিকোবর এর রাজধানীর নাম কি?

উত্তরঃ পোর্টব্লেয়ার 

(৪০) প্রশ্নঃ ভারতের জাতীয় গাছ কি?

উত্তরঃ বট গাছ

(৪১) প্রশ্নঃ মরুভূমির জাহাজ বলা হয় কোন প্রাণীকে?

উত্তরঃ উট

(৪২) প্রশ্নঃ কোন দেশে দাবা খেলা শুরু হয়েছিল?

উত্তরঃ ভারত

(৪৩) প্রশ্নঃ ভারতীয় জাতীয় পতাকার মাঝখানের চাকাটিতে _____ স্পোক রয়েছে।

উত্তরঃ ২৪টি 

(৪৪) প্রশ্নঃ ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি?

উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা

(৪৫) প্রশ্নঃ মৌমাছির বাসাকে কি বলা হয়?

উত্তরঃ মৌচাক 

(৪৬) প্রশ্নঃ কোন গ্রহকে ‘নীল গ্রহ’ বলে?

উত্তরঃ পৃথিবী 

(৪৭) প্রশ্নঃ সৌরজগতের সবথেকে ক্ষুদ্রতম গ্রহ কোনটি?

উত্তরঃ বুধ 

(৪৮) প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তরঃ এশিয়া

(৪৯) প্রশ্নঃ যে সমস্ত প্রাণীরা মাংস খায় তাদের কি বলা হয়?

উত্তরঃ মাংসাশী প্রাণী 

(৫০) প্রশ্নঃ চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত?

উত্তরঃ ৯৯৯৯

You May Also Like