GK Questions for Class 3 in Bengali

GK Questions for Class 3 in Bengali
GK Questions for Class 3 in Bengali

GK Questions for Class 3 in Bengali with Answers – তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ৫০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর এখানে দেওয়া হল। শিশুর মানসিক বিকাশের জন্য সময় উপযোগী পারিপার্শ্বিক বিষয়ে জ্ঞান থাকা খুবই প্রয়োজন। শিশুদের জ্ঞানের বিকাশের জন্য তাদেরকে বিভিন্ন বিষয়ে অবহিত করা প্রয়োজন আছে। সাধারণ জ্ঞানের চর্চা করলে শিশুদের জ্ঞানের বিকাশ ঘটবে এখানে ক্লাস থ্রির উপযোগী ৫০ টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর দেওয়া হলো যেগুলি তাদের পারিপার্শ্বিক সম্পর্কে জানতে সাহায্য করবে। সাধারণ জ্ঞান একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমানে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এবং বিভিন্ন কুইজ কম্পিটিশনের জন্য সাধারণ জ্ঞান খুবই জরুরী। এখন বিভিন্ন ক্লাসে অনুযায়ী বিভিন্ন প্রতিযোগিতামূলক এর আয়োজন করা হয়। সেখানে সাধারণ জ্ঞান হচ্ছে অন্যতম বিষয়। তাই শিশুরা যদি কম বয়স থেকেই সাধারণ জ্ঞানের চর্চা করতে পারে তাহলে তারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক কুইজ এ অংশগ্রহণ করতে পারবে।

GK Questions for Class 3 in Bengali

(১) প্রশ্নঃ সার্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে?
উত্তরঃ O গ্রুপ

(২) প্রশ্নঃ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
উত্তরঃ টাংস্টন

(৩) প্রশ্নঃ একজন পূর্ণ বয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে?
উত্তরঃ ২০৬ টি

(৪) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা

(৫) প্রশ্নঃ মানুষের শরীরের সবথেকে শক্ত অংশের নাম কি?
উত্তরঃ দাঁতের এনামেল

(৬) প্রশ্নঃ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে কি ত্রিভুজ বলা হয়?
উত্তরঃ সমবাহু ত্রিভুজ

(৭) প্রশ্নঃ কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়?
উত্তরঃ পৃথিবী

(৮) প্রশ্নঃ সূর্যের আলো কোন ভিটামিনের উৎস?
উত্তরঃ ভিটামিন ডি

(৯) প্রশ্নঃ প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

(১০) প্রশ্নঃ দাবা খেলা প্রথম কোন দেশে চালু হয়েছিল?
উত্তরঃ ভারতবর্ষ এ

(১১) প্রশ্নঃ পৃথিবীর বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়?
উত্তরঃ নাইট্রোজেন

(১২) প্রশ্নঃ আমাদের সৌরজগৎ কোন ছায়াপথে অবস্থান করে?
উত্তরঃ মিল্কি ওয়ে

(১৩) প্রশ্নঃ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত?
উত্তরঃ নেপালে

(১৪) প্রশ্নঃ একজন প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি দাঁত থাকে?
উত্তরঃ ৩২ টি

(১৫) প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উত্তরঃ প্রশান্ত মহাসাগর

(১৬) প্রশ্নঃ সবথেকে বড় ফুলের নাম কি?
উত্তরঃ রাফলেশিয়া

(১৭) প্রশ্নঃ যে বছর লিপইয়ার হয় সে বছরে দিন সংখ্যা কত?
উত্তরঃ ৩৬৬ দিন

(১৮) প্রশ্নঃ “ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট”- কোন দেশকে বলা হয়?
উত্তরঃ থাইল্যান্ড

(১৯) প্রশ্নঃ আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ফ্রান্সে

(২০) প্রশ্নঃ যারা কাঠের কাজ করে তাদের কি বলে?
উত্তরঃ ছুতোর মিস্ত্রী বা কার্পেন্টার

(২১) প্রশ্নঃ পৃথিবীতে কতগুলি মহাদেশ আছে?
উত্তরঃ সাতটি

(২২) প্রশ্নঃ সব থেকে ছোট যৌগিক সংখ্যা কোনটি?
উত্তরঃ ২

(২৩) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে ছোট মহাদেশ কোনটি?
উত্তরঃ অস্ট্রেলিয়া

(২৪) প্রশ্নঃ সৌরজগতের সব থেকে বড় উপগ্রহের নাম কি?
উত্তরঃ গ্যানিমিড

(২৫) প্রশ্নঃ নিশিথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ নেদারল্যান্ডকে

(২৬) প্রশ্নঃ ইংরেজি মাসের কোন মাসে দিন সংখ্যা সব থেকে কম?
উত্তরঃ ফেব্রুয়ারি

(২৭) প্রশ্নঃ ভারতের মুদ্রার নাম কি?
উত্তরঃ টাকা

(২৮) প্রশ্নঃ কত বছরে এক দশক হয়?
উত্তরঃ ১০ বছর

(২৯) প্রশ্নঃ গাছের কোন অংশকে গাছের রান্নাঘর বলা হয়?
উত্তরঃ পাতা

(৩০) প্রশ্নঃ ইংরেজি আলফাবেটে কতগুলি কনসোনেন্ট আছে?
উত্তরঃ ২১ টি

(৩১) প্রশ্নঃ তাজমহল কোথায় অবস্থিত?
উত্তরঃ আগ্রা

(৩২) প্রশ্নঃ মহেন্দ্র সিং ধোনি কোন খেলার সাথে যুক্ত?
উত্তরঃ ক্রিকেট

(৩৩) প্রশ্নঃ স্ট্যাচু অব লিবার্টি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ আমেরিকার নিউ ইয়র্ক

(৩৪) প্রশ্নঃ কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী লৌহ মানব নামে পরিচিত?
উত্তরঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল

(৩৫) প্রশ্নঃ “বাংলার দুঃখ” বলা হয় কোন নদীকে?
উত্তরঃ দামোদর নদ কে

(৩৬) প্রশ্নঃ বিহু কোন রাজ্যের জনপ্রিয় উৎসব?
উত্তরঃ অসম

(৩৭) প্রশ্নঃ ভারতের দীর্ঘতম নদী কোনটি?
উত্তরঃ গঙ্গা

(৩৮) প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত জনগণমন অধিনায়ক কে রচনা করেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর

(৩৯) প্রশ্নঃ কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়?
উত্তরঃ সিপিইউ – সেন্ট্রাল প্রসেসিং ইউনিট

(৪০) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে বড় মরুভূমির নাম কি?
উত্তরঃ সাহারা মরুভূমি

(৪১) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে উচ্চতম বিল্ডিং কোনটি?
উত্তরঃ বুর্জ খালিফা

(৪২) প্রশ্নঃ একটি হেক্সাগনে কয়টি বাহু থাকে?
উত্তরঃ ৬ টি

(৪৩) প্রশ্নঃ আপেলে কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ ম্যালিক এসিড

(৪৪) প্রশ্নঃ যে বহুভুজের আটটি বাহু থাকে তাকে কি বলা হয়?
উত্তরঃ অক্টাগন

(৪৫) প্রশ্নঃ কোন প্রাণীর পিঠে কুঁজ থাকে?
উত্তরঃ উট এর

(৪৬) প্রশ্নঃ রামায়ণ কার লেখা?
উত্তরঃ বাল্মিকী

(৪৭) প্রশ্নঃ ভারতের জাতীয় গাছের নাম কি?
উত্তরঃ বটগাছ

(৪৮) প্রশ্নঃ জাতির জনক বলা হয় কাকে?
উত্তরঃ মহাত্মা গান্ধী

(৪৯) প্রশ্নঃ আমেরিকার প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন


(৫০) প্রশ্নঃ লেবুতে কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ সাইট্রিক অ্যাসিড