
GK Questions for Class 4 in Bengali : চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর নীচে দেওয়া হল। এখানে দেওয়া প্রশ্নগুলো শিশুদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে সহায়তা করবে।
(১) প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তরঃ গ্রিনল্যান্ড
(২) প্রশ্নঃ ভারতের জাতীয় গান (National Song) বন্দেমাতারাম কার লেখা?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(৩) প্রশ্নঃ মানবদের সবচেয়ে ছোট হাড়ের নাম কি?
উত্তরঃ স্টেপিস
(৪) প্রশ্নঃ কম্পিউটার কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ চার্লস ব্যাবেজ
(৫) প্রশ্নঃ অলিম্পিক খেলা কত বছর ছাড়া ছাড়া অনুষ্ঠিত হয়?
উত্তরঃ চার বছর
(৬) প্রশ্নঃ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?
উত্তরঃ ১৮০°
(৭) প্রশ্নঃ মানুষের রক্তের রং লাল হয় কিসের জন্য?
উত্তরঃ হিমোগ্লোবিনের জন্য
(৮) প্রশ্নঃ কম্পিউটারের মনিটর একটি কোন জাতীয় ডিভাইস?
উত্তরঃ আউটপুট ডিভাইস
(৯) প্রশ্নঃ বাংলাদেশের রাজধানী কি?
উত্তরঃ ঢাকা
(১০) প্রশ্নঃ টেলিস্কোপ কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ গ্যালিলিও
(১১) প্রশ্নঃ কোন রং শান্তির প্রতীক?
উত্তরঃ সাদা
(১২) প্রশ্নঃ টাইটান কোন গ্রহের উপগ্রহ?
উত্তরঃ শনি
(১৩) প্রশ্নঃ তেঁতুলে কি অ্যাসিড থাকে?
উত্তরঃ টারটারিক অ্যাসিড
(১৪) প্রশ্নঃ শুষ্ক বরফ আসলে কি?
উত্তরঃ কঠিন কার্বন ডাই অক্সাইড
(১৫) প্রশ্নঃ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে কি ত্রিভুজ বলা হয়?
উত্তরঃ সমদ্বিবাহু ত্রিভুজ
(১৬) প্রশ্নঃ অভিজ্ঞান শকুন্তলা কার লেখা?
উত্তরঃ কালিদাস
(১৭) প্রশ্নঃ ভারতের নাইটেঙ্গেল নামে কে পরিচিত?
উত্তরঃ সরোজিনী নাইডু
(১৮) প্রশ্নঃ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তরঃ ৩৬৫ দিন
(১৯) প্রশ্নঃ পৃথিবীর সব থেকে বড় ব দ্বীপ কোনটি?
উত্তরঃ সুন্দরবন
(২০) প্রশ্নঃ ভারতের বিখ্যাত সৌধ তাজমহল কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ যমুনা
(২১) প্রশ্নঃ শিক্ষক দিবস কবে পালন করা হয়?
উত্তরঃ ৫ ই সেপ্টেম্বর
(২২) প্রশ্নঃ মানবদেহের কোন অঙ্গ রক্ত শোধন করে?
উত্তরঃ কিডনি
(২৩) প্রশ্নঃ আয়তনের দিক থেকে ভারতের সবথেকে ছোট রাজ্য কোনটি?
উত্তরঃ গোয়া
(২৪) প্রশ্নঃ আমেরিকার মুদ্রার নাম কি?
উত্তরঃ ডলার
(২৫) প্রশ্নঃ “উদীয়মান সূর্যের ভূমি” বলা হয় ভারতের কোন রাজ্যকে?
উত্তরঃ অরুণাচল প্রদেশ
(২৬) প্রশ্নঃ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি?
উত্তরঃ বৃহস্পতি
(২৭) প্রশ্নঃ টেনিদা চরিত্রের স্রষ্টা কে?
উত্তরঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়
(২৮) প্রশ্নঃ “নৌটাঙ্কি” কোন রাজ্যের লোকনৃত্য?
উত্তরঃ উত্তর প্রদেশ
(২৯) প্রশ্নঃ একটি পেন্টাগনের বাহু সংখ্যা কত?
উত্তরঃ ৫টি
(৩০) প্রশ্নঃ “গরবা” ভারতবর্ষের কোন রাজ্যের বিশিষ্ট নাচ?
উত্তরঃ গুজরাট
(৩১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ
(৩২) প্রশ্নঃ পৃথিবীতে কোন ভাষায় সবথেকে বেশি লোকজন কথা বলে?
উত্তরঃ চাইনিজ
(৩৩) প্রশ্নঃ সৌরজগতের কোন গ্রহ “লাল গ্রহ” নামে পরিচিত?
উত্তরঃ মঙ্গল
(৩৪) প্রশ্নঃ প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিল কোন দেশ?
উত্তরঃ ভারত
(৩৫) প্রশ্নঃ ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি?
উত্তরঃ থর মরুভূমি
(৩৬) প্রশ্নঃ প্রথম মহাকাশচারী কে?
উত্তরঃ ইউরি গ্যাগারিন
(৩৭) প্রশ্নঃ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ ইন্দিরা গান্ধী
(৩৮) প্রশ্নঃ পৃথিবীতে পাওয়া যায় সবচেয়ে বড় পানি কোনটি?
উত্তরঃ নীল তিমি
(৩৯) প্রশ্নঃ গেটওয়ে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত?
উত্তরঃ মুম্বাই
(৪০) প্রশ্নঃ ইডেন গার্ডেন স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতা
(৪১) প্রশ্নঃ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে?
উত্তরঃ আমেদাবাদ
(৪২) প্রশ্নঃ একজন সদ্যজাত শিশুর হাড়ের সংখ্যা কত?
উত্তরঃ ৩০০
(৪৩) প্রশ্নঃ ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তরঃ রাজস্থান
(৪৪) প্রশ্নঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিন পালন করা হয়?
উত্তরঃ 21 শে ফেব্রুয়ারি
(৪৫) প্রশ্নঃ পৃথিবীর সবথেকে বড় মহাদেশ কোনটি?
উত্তরঃ এশিয়া
(৪৬) প্রশ্নঃ গ্যাস বেলুন এর মধ্যে যে গ্যাস থাকে সেটি কি গ্যাস?
উত্তরঃ হিলিয়াম
(৪৭) প্রশ্নঃ গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ গুজরাট
(৪৮) প্রশ্নঃ ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি?
উত্তরঃ তেহরি বাঁধ
(৪৯) প্রশ্নঃ মিজোরামের রাজধানী কি?
উত্তরঃ আইজল
(৫০) প্রশ্নঃ লেবুতে কোন অ্যাসিড থাকে?
উত্তরঃ সাইট্রিক এসিড