Haryak Dynasty Nanda Empire Shishunaga Dynasty – Quiz 53

() মগধে কে হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিলেন?

(ক) উদয়ীন

(খ) অজাতশত্রু

(গ) বিন্দুসার

(ঘ) বিম্বিসার

উত্তরঃ বিম্বিসার


() শিশুনাগ বংশের শেষ রাজা কে ছিলেন?

(ক) কালাশোক

(খ) সিমুক

(গ) শিশুনাগ

(ঘ) দেবাভূতি

উত্তরঃ কালাশোক


() নীচের কোনটি মগধের অক্ষত্রিয় রাজবংশ?

(ক) হর্ষঙ্ক বংশ

(খ) শিশুনাগ বংশ

(গ) মৌর্য বংশ

(ঘ) নন্দ বংশ

উত্তরঃ নন্দ বংশ


() অ্যালেকজান্ডার যখন ভারতবর্ষ আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন?

(ক) চন্দ্রগুপ্ত মৌর্য

(খ) ধননন্দ

(গ) বিম্বিসার

(ঘ) সমুদ্রগুপ্ত

উত্তরঃ ধননন্দ


() নীচের কোন সম্রাট বুদ্ধদেবের সমসাময়িক ছিলেন?

(ক) উদয়ীন

(খ) অশোক

(গ) কালাশোক

(ঘ) বিম্বিসার

উত্তরঃ বিম্বিসার