জলহস্তী দিয়ে বাক্য রচনা : এখানে জলহস্তী সম্পর্কে ১০ টি বাক্য রচনা দেয়া হলো। এগুলি আপনাদের জলহস্তী সম্পর্কে বাক্য রচনা লিখতে সাহায্য করবে।
জলহস্তী দিয়ে বাক্য রচনা
• জলহস্তী চতুষ্পদী প্রাণী।
• জলহস্তী কে নদীর ঘোড়া বলে (রিভার হর্স)।
• জলহস্তী উদ্ভিজ্জ খাবার খেয়ে থাকে।
• জলহস্তী দিনের বেশিরভাগ সময় কোন জলাশয় কাটায়।
• জলহস্তী সাধারণত খুব শান্ত স্বভাবের হয়।
• জলহস্তী মানুষের থেকে জোরে ছুটতে পারে।
• আফ্রিকা ও কলম্বিয়াতে এই জলহস্তী দেখতে পাওয়া যায়।
• জলহস্তীর গায়ে লোম নেই বললেই চলে।
• জলহস্তী পাঁচ মিনিট কিংবা তার বেশিক্ষণ সময় তার শ্বাস ধরে রাখতে পারে।
• একটা পূর্ণ বয়স্ক জলহস্তির ওজন 3200 কিলো মতো হতে পারে।