বনভোজনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি – সকলেই কম বেশি আমরা বনভোজন করে থাকি। বন্ধুদের সাথে বনভোজন করার মজাই আলাদা। শীতকালে এই বনভোজন করতে ভালো লাগে। বন্ধুদের সাথে একসাথে কোথায় গিয়ে নিজেরা রান্না করে খেতে খুবই ভালো লাগে। এইরকম একটি বনভোজনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লিখতে হবে। বর্তমান যুগে চিঠি পাঠানোর ব্যবস্থা অনেকটা কমে গেছে। তবুও চিঠি লেখা শিখে রাখা ভালো। ৩য়, ৪র্থ বা ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীরা এই চিঠি দেখে তোমাদের বন্ধুদের এইরকম বনভোজনের অভিজ্ঞতা জানিয়ে চিঠি লিখতে পারো।
বনভোজনের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি
তোমার নাম
তোমার ঠিকানা
তারিখ
প্রিয় বন্ধু,
অনেক দিন দেখা হয়নি। আশা করি তুই ভালো আছিস ও তোর বাবা মা ভালো আছে। শীতকাল এলেই বনভোজনের কথা মনে পড়ে। গত সপ্তাহে আমরা কয়েকজন বন্ধু মিলে একটি বনভোজন করেছিলাম। ওই দিন তোকে খুব মিস করছিলাম। বনভোজনে আমরা খুব মজা করেছি। ওইদিন আমরা কেমন করে কাটালাম কি করলাম তার অভিজ্ঞতা তোকে চিঠির মাধ্যমে জানাচ্ছি। আশা করি তোর খুব ভালো লাগবে।
গত রবিবার আমার কয়েকজন বন্ধু মিলে একদম ভোরে ওঠে একটি গাড়ি করে রান্নার সমস্ত জিনিসপত্র নিয়ে বনভোজন স্থলে পৌছালাম। সেখানে গিয়ে প্রথমেই আমরা কফি তৈরী করলাম। কিন্তু কফিটা খুব মিষ্টি হয়ে গিয়েছিল। তারপর কয়েকজন বন্ধু দুপুরের খাবারের জোগাড় করতে লাগল আর কয়েকজন বন্ধু টিফিনের ব্যবস্থা করতে লাগল। টিফিনে ছিল পাউরুটি, ডিম সিদ্ধ, কলা আর মিষ্টি। আমরা কয়েকজন টিফিন খেয়ে ব্যাটমিন্টন, ক্রিকেট ও অন্যান্য খেলা খেললাম। তারপর সামনের একটি জলাশয়ে স্নান করে নিলাম এবং দুপুরের খাবার খেলাম। দুপুরের খাবারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ফ্রিস ফ্রাই ইত্যাদি। আমরা সকলে খুব মজা করে খেলাম। তারপর আমরা বিভিন্ন মজাদার খেলা খেললাম। বিকেলে বনভোজন শেষ করে গাড়ি করে বাড়ি ফিরে এলাম।
আজ এই পর্যন্ত। ভালো থাকিস। তোর বাবা।মাকে প্রণাম জানাস।
বন্ধুর নাম
বন্ধুর ঠিকানা
ইতি
তোমার নাম