জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি – সকলের জন্য বছরের একটা দিন খুবই প্রিয় সেটা হলো তার জন্মদিন। এই দিনটা তার আরো ভালো লাগে যদি তার বন্ধুবান্ধব আত্মীয়-স্বজনরা তাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠায়। এ রকমই তোমার একটি বন্ধুর জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা জানিয়ে একটি চিঠি লিখতে হবে। কিভাবে লিখবে I এই ধরণের চিঠি কিভাবে লিখবে? নিচে এরকমই একটা চিঠি দেওয়া হলো, যেটা তোমাকে চিঠি লেখার আইডিয়াটা দেবে।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে চিঠি
তোমার নাম
তোমার ঠিকানা
তারিখ
প্রিয় বন্ধু,
আশা করি তুই ভালো আছিস। অনেকদিন তোর সাথে কোন যোগাযোগ হয় নি। তবে তোর কথা আমার ভীষণ মনে পড়ে। তোর সাথে যে সময়গুলো কাটিয়েছি সেই প্রতিটি মুহূর্ত আমি মনে করি। আর কদিন পর তোর জন্মদিন। এই দিনটার কথা আমি কোনদিন ভুলবো না। মনে আছে এর আগের বছর জন্মদিনের দিন তোদের বাড়িতে গিয়েছিলাম এবং জন্মদিনের কেক কেটে ছিলাম আর সব বন্ধুরা মিলে খুব আনন্দ করেছিলাম। এ বছরে জন্মদিনে আমি আসতে পারবো না। তাই তোকে এই চিঠি লিখছি। তোর মত বন্ধু পেয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি এবং তোর মত বন্ধু যেন সকলেরই থাকে এই কামনা করি। প্রতিটি কাজে তুই যেন সফল হোস। তোর সমস্ত স্বপ্ন, আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়। যেন কোন কঠিনতা না আসে। তোর জীবনের প্রতিটি মুহূর্ত যেন সকলের ভালোবাসায় পরিপূর্ণ হয়। জন্মদিন ভালো করে কাটাস। ভালো থাকিস আর তোর বাবা মাকে প্রণাম জানাস।
বন্ধুর নাম
বন্ধুর ঠিকানা ইতি
তোমার নাম