Nick name of famous people – Quiz 33

Nick name of famous people are listed here.

() প্রাচ্যের বুলবুলকাকে বলা হয়?

(ক) দাদাভাই নৌরজী

(খ) সরোজিনী নাইডু

(গ) হুসেন শাহ

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ সরোজিনী নাইডু


() “বাংলার বাঘনামে কে পরিচিত?

(ক) সুভাষ চন্দ্র বসু

(খ) রাসবিহারী বসু

(গ) আশুতোষ মুখার্জী

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ আশুতোষ মুখার্জী


(৩) “জাম্বো” নামে কে পরিচিত?

(ক) মাইকেল হোল্ডিং

(খ) কপিল দেব

(গ) শচীন তেন্ডুলকার

(ঘ) অনিল কুম্বলে

উত্তরঃ অনিল কুম্বলে


(৪) “ভারতের তোতাপাখি” কাকে বলা হয়?

(ক)  চেঙ্গিস খান  

(খ)  আমীর খসরু  

(গ)  হুসেন শাহ

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ আমীর খসরু


(৫) “দেশপ্রাণ” নামে কে পরিচিত?

(ক) সুভাষ চন্দ্র বসু

(খ) রাসবিহারী বসু

(গ) বীরেন্দ্রনাথ শাসমল  

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ বীরেন্দ্রনাথ শাসমল  


(৬) “হোয়াইট পেলে” নামে কে পরিচিত?

(ক) মাইকেল হোল্ডিং

(খ) জিকো

(গ) বাইচুং

(ঘ) মেসি

উত্তরঃ জিকো


(৭) “এশিয়ার আলো” কাকে বলা হয়?

(ক) লালা লাজপত রায়  

(খ) সূর্যসেন  

(গ) গৌতম বুদ্ধ  

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ  গৌতম বুদ্ধ  


(৮) “ভারতের রক্ষাকর্তা” বলা হয় কাকে?

(ক) হর্ষবর্ধন

(খ) মহাপদ্ম নন্দ

(গ) নহপান

(ঘ) স্কন্দগুপ্ত

উত্তরঃ স্কন্দগুপ্ত


(৯) “রসরাজ” নামে কে পরিচিত?

(ক) মদনমোহন মালব্য

(খ) প্রফুল্ল চন্দ্র সেন

(গ) অমৃতলাল বসু

(ঘ) মহেন্দ্র বর্মণ

উত্তরঃ অমৃত লাল বসু


(১০) “বাংলার আকবর” বলা হয় কাকে?

(ক)  চেঙ্গিস খান  

(খ)  আমীর খসরু  

(গ)  হুসেন শাহ

(ঘ) উপরের কোনটাই নয়

উত্তরঃ হুসেন শাহ 

You may also like

1 thought on “Nick name of famous people – Quiz 33”

  1. I am very happy to see e the general question and surprising learning general question every subject so I joint your group and I agree about decide your hand.

Comments are closed.