Peninsular Plan Desert – Quiz 83

() তিব্বত মালভূমি একটি _____ মালভূমি

(ক) ব্যবচ্ছিন্ন

(খ) লাভাগঠিত

(গ) পর্বতবেষ্টিত

(ঘ) ক্ষয়প্রাপ্ত

উত্তরঃ পর্বতবেষ্টিত


() এশিয়া মাইনর মালভূমি কোন কোন পর্বত দ্বারা বেষ্টিত?

(ক) হিমালয় ও কুয়েনলুন

(খ) পন্টিক ও টরস

(গ) টিয়েনসান ও আলতানিয়া

(ঘ) পন্টিক ও আলতানিয়া

উত্তরঃ পন্টিক ও টরস


() করমন্ডল উপকূল একটি ________ ধরেনের সমভূমি

(ক) হ্রদ

(খ) উন্নত

(গ) অবনত

(ঘ) লোয়েস

উত্তরঃ উন্নত


() গোবি মরুভূমি কোন মালভূমিতে অবস্থিত?

(ক) তিব্বত

(খ) মঙ্গোলিয়া

(গ) ছোটনাগপুর

(ঘ) সিনকিয়াং

উত্তরঃ মঙ্গোলিয়া


() পরেশনাথ পাহাড় কোন মালভূমিতে অবস্থিত?

(ক) ছোটনাগপুর

(খ) লাদাখ

(গ) দাক্ষিণাত্য

(ঘ) মেঘালয়

উত্তরঃ ছোটনাগপুর