লাল ফলের নাম | Red Fruits Name in Bengali with Images

Red Fruits Name in Bengali and English with Images : এখানে লাল রঙের ফলের তালিকা (List of Red Fruits Name in Bengali) দেওয়া হল। আমাদের দেশে অনেক রঙের ফল পাওয়া যায়। তবে লাল রঙের ফল দেখতে খুব সুন্দর লাগে। লাল রঙের ফল পৃথিবীতে অনেক রয়েছে। এখানে তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ফলের নাম দেওয়া হল।

পৃথিবীতে বিভিন্ন আকারের বিভিন্ন স্বাদের ফলের পাশাপাশি বিভিন্ন রঙেরও ফল পাওয়া যায়। লাল, সবুজ, নীল, কমলা ইত্যাদি রঙের ফল পাওয়া যায়। এই আর্টিকেলে লাল রঙের ফল নিয়ে আলোচনা করব। লাল রঙের ফলের কথা বললে যে ফলের কথা মনে পড়ে সেটি হল আপেল। লাল রঙের আরও একটি খুবই জনপ্রিয় ফল হল স্ট্রবেরি। স্ট্রবেরি একটি অত্যন্ত জনপ্রিয় ফল। স্ট্রবেরি ফ্লেভারের বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায়। এছাড়া স্ট্রবেরি ফ্লেভারের ঔষধও পাওয়া যায়। আপেল ও স্ট্রবেরি ছাড়া আরো অনেক লাল রঙের ফল পাওয়া যায়। এখন লাল রঙের ফলের তালিকা দেওয়া হল (List of Red Fruits Name in Bengali)। আশা করি এই তালিকাগুলি দেখে লাল রংয়ের ফলের সম্পর্কে একটা ধারণা জন্মাবে।

লাল ফলের নাম ( Red fruits name in Bengali and English)

So No.Red Fruits Name in BengaliRed Fruits Name in EnglishImages of Fruits
1লাল আপেলRed Apple
2চেরিCherry
3ডালিমPomegranate
4লাল ড্রাগন ফলRed Dragon Fruits
5টমেটোTomato
6মিষ্টি আলুSweet Potato
7তরমুজWatermelon
8ক্র্যানবেরিCranberry
9রক্ত কমলাRed Orange
10রাষ্পবেরিRaspberry
11প্রিকলি নাসপাতিPrickly Pear
12লাল আঙ্গুরRed Grapes