RRB Gr-D Mock Test -5

(1) বেকিং সোডা হল _______










(2) নীচের কোনটি একটি অ্যালুমিনিয়ামের আকরিক?










(3) ফ্লেমিং এর ডানহস্ত নিয়মানুসারে মধ্যমা অঙ্গুলি কিসের দিক নির্দেশ করে?










(4) অ্যানথ্রাক্স রোগের জীবাণু কে আবিষ্কার করেন?










(5) একটি নিউক্লিয়াস বিহীন প্রাণী কোশের উদাহরণ হল _____










(6) মানুষের বক্ষ গহ্বরে দুপাশে মোট কটি পঞ্জর অস্থি থাকে?










(7) হায়দার আলি কোন যুদ্ধে মারা গিয়েছিলেন?










(8) উপনিষদের সংখ্যা কতগুলি?










(9) ভারতে প্রথম ইলেকট্রিক ট্রেন কবে চালু হয়েছিল?










(10) ভারতীয় সংবিধানে কংকারেন্ট লিস্টের ধারণা কোন দেশের থেকে নেওয়া হয়েছে?










(11) ভারত নির্মাণ যোজনা কবে চালু হয়েছিল?










(12) মজলিস কোন দেশের পার্লামেন্ট?










(13) ‘এক মাস্ক অনেক জিন্দীগি’ নামে সচেতনতামূলক ক্যাম্পেন চালু করল কোন রাজ্য সরকার?










(14) Mosad কোন দেশের বিখ্যাত সিকিউরিটি এজেন্সী?










১৫ – ১৬ নং প্রশ্নে প্রতিটিতে চারটি করে শব্দ দেওয়া আছে। সেগুলিকে সঠিক ভাবে পরপর এমনভাবে বসাতে হবে যাতে একটি অর্থপূর্ণ ক্রম তৈরী হয়।

(15) 1. Job 2. Application 3. Advertisement 4. Interview










(16) 1. Dress 2. Yarn 3. Cotton 4. Stitching










(17) প্রশ্নে দেওয়া শব্দটি থেকে নীচের কোন শব্দটি গঠন করা সম্ভব নয়

QUESTIONNAIRE










(18) ADULTERATION










(19) যদি 1234567 = ECLIPSE, তাহলে 63775=?










(20) যদি 1357 = TEAM এবং 2461 = BOUT হয়, তাহলে 241147=?










(21) আকাশ একটি দ্রব্য ২০% ক্ষতিতে বিক্রি করল। সে যদি আরও ১০০ টাকা অধিক দরে দ্রব্যটি বিক্রি করত তাহলে তার ৫% লাভ হত। তাহলে জিনিসটির ক্রয়মূল্য কত?










(22) কোন পরীক্ষায় মোট ছাত্রের মধ্যে ইংরেজীতে ফেল করেছে ৪০% এবং অঙ্কে ফেল করেছে ৫০%। আবার ২০% ছাত্র উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে শতকরা কত ভাগ ছাত্র উভয় বিষয়ে পাশ করেছে?










(23) একটি নৌকো স্রোতের অনুকূলে ১৩ কিমি ৫২ মিনিটে। স্রোতের গতিবেগ ২ কিমি/ঘন্টা হলে নৌকোর গতিবেগ কত?










(24) কোনো টাকা ৮ বছরে সরল সুদে দ্বিগুণ হয়। ওই আসল টাকা তিনগুন হতে কত বছর সময় লাগবে ?










(25) একটি চিড়িয়াখানায় কিছু বাঘ ও কিছু ময়ূর আছে। তাদের মাথার সংখ্যা ১০০ টি এবং পায়ের সংখ্যা ২৯০ টি হলে মোট বাঘের সংখ্যা কত?










Your score is:

You may try