RRB Gr. D Mock Test in Bengali

(1) সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর কি মাপা হয়?










(2) কোন ধরনের উদ্ভিদের বীজ হলেও ফল হয় না?










(3) নীচের কোন ভিটামিনটি জলে দ্রবনীয়?










(4) ভারতে কারা প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন?










(5) বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?










(6) পৃথিবীর বায়ুমণ্ডলের সবথেকে ঘন স্তর কোনটি?










(7) নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায়না?










(8) ‘প্রাকৃতিক নির্বাচন’ তত্ত্বের প্রবক্তা কে?










(9) রোধাঙ্কের একক কি?










(10) সম্প্রতি কোন রাজ্য সরকার ‘Indira Van Mitan Yojana’ চালু করল?










(11) বর্নালীর সাতটি রঙের আলোর মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশী?










(12) কতগুলি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি ওজোন গ্যাসের অণু তৈরী হয়?










(13) দুটি সংখ্যার অনুপাত 5 : 7 এবং তাদের পার্থক্য 60, সংখ্যা দুটি কি কি?










(14) একটি কাজ 30 জন মহিলা অথবা 20 জন পুরুষ 1 দিনে শেষ করতে পারে। তাহলে 1 জন পুরুষ ও 1 জন মহিলা ঐ কাজটি কয় দিনে শেষ করতে পারবে?










(15) নীচের কোন ক্ষুদ্রতম সংখ্যা কে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।










(16) পরপর তিনটি সংখ্যার যোগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয়?










(17) যদি 81 X 32 X 56 = 1159, 36 X 23 X 11 = 259, তাহলে 42 X 18 X 63 = ?










(18) সম্প্রতি প্রয়াত চেতন চৌহান কোন খেলের সাথে যুক্ত ছিলেন?










(19) কোথাকার তৃণভূমি প্যাম্পাস নামে পরিচিত?










(20) “কোলাট্টাম” কোথাকার লোকনৃত্য?










২১ – ২৫ পর্যন্ত নীচের দেওয়া অপশান থেকে সঠিক উত্তরটি বের কর।

(21) B, D, F, I, L, P, ?










(22) 7, 26, 63, 124, 215, 342, ?










(23) C, E, I, K, O, Q, ?










(24) A, C, B, E, C, G, D ?










(25) 2, 8, 16, 128, ?










Your score is:

If your score is not satisfactory follow our General Knowledge questions and answers for free of cost.

You may also read

ভারতের উচ্চতম (তালিকা)

ভারতের দীর্ঘতম (তালিকা)

ভারতের বৃহত্তম (তালিকা)

পৃথিবীর দীর্ঘতম (তালিকা)

পৃথিবীর বৃহত্তম  (তালিকা)

পৃথিবীর উচ্চতম  (তালিকা)

You may also like