RRB Gr. D Mock Test

(1) সালোকসংশ্লেষ প্রক্রিয়া সর্বাপেক্ষা সক্রিয় কোন রঙের আলোয়?










(2) পাণিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল?










(3) ভিনিগারের রাসয়ানিক নাম কি?










(4) পুনঃশিলীভবন পরীক্ষার সময় পারিপার্শ্বিক বাতাসের উষ্ণতা থাকে __________










(5) ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি লোকসভার স্পীকার ছিলেন, তিনি হলেন _________










(6) ভারতের কোন শহর ম্যাঞ্চেস্টার অফ সাউথ ইন্ডিয়া নামে খ্যাত?










(7) মরুভূমিতে সৃষ্ট মরীচিকা আলোর কোন ধর্মের জন্য ঘটে?










(8) নীচের মধ্যে কোনটি পর্দাথের অবিভাজ্য ক্ষুদ্রতম কণা?










(9) মানুষের কানে হাড়ের সংখ্যা কয়টি ?










(10) সংযুক্তা পানিগ্রাহি কোন নাচের জন্য বিখ্যাত?










(11) ন্যাশানাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (এন এস ও) এর সার্ভে অনুযায়ী বর্তমানে কোন রাজ্যের শিক্ষার হার সর্বাধিক?










(12) শিক্ষক দিবস সর্বপ্রথম কবে চালু হয়েছিল?










(13) হিমোগ্লোবিনের প্রধান উপাদান হল ______










(14) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোন দিন পালন করা হয়?










(15) নিম্নোক্ত রাশিমালার বেঠিক কোনটি?

৩, ৭, ১৫, ৩১, ৬২, ১২৭, ২৫৫










(16) যদি TWENTY = 863985 এবং ELEVEN = 323039 হয়, তাহলে TWELVE = ?










(17) নীচের কোনটি সমধর্মী নয়?










(18) A, B, C তিন বন্ধুর অংশীদারী ব্যবসার লভ্যাংশ থেকে A ও B পায় মোট ৬১০ টাকা, C পায় A ও B এর সমষ্টি অপেক্ষা ৩০৩ টাকা কম এবং B পায় C অপেক্ষা ৮০ টাকা বেশি। A এর লভ্যাংশ কত?










(19) তিন অংকের দুইটি সংখ্যার গ. সা. গু = ১৭ ও ল. সা. গু = ৭১৪। সংখ্যা দুটি কি কি?










(20) ৪০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বারান্দার দৈর্ঘ্য ৮ মিটার। বারান্দার প্রস্থ কত?










(21) একটি সংখ্যাকে ২৯ এর পরিবর্তে ৯২ দ্বারা গুণ করায় গুণফল ১৮৪৫৯ বৃদ্ধি পায়। সংখ্যাটি হল _______










(22) ৩৬টি ১০ পয়সা ও কিছু ২০ পয়সার মূল্য ৬.৬০ টাকা হলে, ২০ পয়সার সংখ্যা কত?










(23) রাম ও শ্যামের বর্তমান বয়সের সমষ্টি ৭৫ বছর, ৫ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৫:৮ । শ্যামের বর্তমান বয়স কত?










(24) ৫৫৫ + ৫৫ + ৫ – ৫ – ৫০ – ৫০০ =?










(25) ৩, ৯, ৮১, ?










Your score is:

If your score is not satisfactory follow our General Knowledge questions and answers for free of cost.

You may also read

ভারতের উচ্চতম (তালিকা)

ভারতের দীর্ঘতম (তালিকা)

ভারতের বৃহত্তম (তালিকা)

পৃথিবীর দীর্ঘতম (তালিকা)

পৃথিবীর বৃহত্তম  (তালিকা)

পৃথিবীর উচ্চতম  (তালিকা)

You may also like