RRB Group D Mock Test in Bengali July 26, 2021March 19, 2020 by admin (1) কোন সেমিকন্ডাক্টরের রোধ নির্ভর করে ____ A. সেমিকন্ডাক্টরের আকারের উপর B. সেমিকন্ডাক্টরের দৈর্ঘ্যের উপর C. সেমিকন্ডাক্টরের অণুর প্রকৃতির উপর D. কোনটাই নয় (2) ডেসিবল কিসের একক? A. আলোর তীব্রতা B. শব্দের তীব্রতা C. তাপের তীব্রতা D. কোনটাই নয় (3) ভিনিগারে কোন অ্যাসিড থাকে? A. টারটারিক অ্যাসিড B. ল্যাকটিক অ্যাসিড C. কার্বনিক অ্যাসিড D. অ্যাসিটিক অ্যাসিড (4) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি রেচন অঙ্গ নয়? A ফুসফুস B চামড়া C. পাকস্থলী D. বৃক্ক (5) নীচের কোন অমেরুদণ্ডী প্রাণীর রেচন অঙ্গ বৃক্ক? A. শামুক B. কেঁচো C. জোঁক D. চিংড়ি (6) লিউকোমিয়া হয় – A. রক্তে শ্বেত রক্ত কণিকার পরিমাণ কমে গেলে B. রক্তে শ্বেত রক্ত কণিকার পরিমাণ বেড়ে গেলে C. রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ কমে গেলে D. রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ বেড়ে গেলে (7) ১০ ১২ ১৫ ১৮ দ্বারা বিভাজ্য সর্বনিন্ম বর্গ সংখ্যা হল ____ A. ১৬০০ B. ৯০০ C. ২৫০০ D. ৩৬০০ (8) রামের বয়স তার ছেলের বয়সের চারগুণ। চার বছর পর তাদের বয়সের সমষ্টি যদি ৪৩ বছর হয় ছেলের বর্তমান বয়স কত? A. ৩ বছর B. ৫ বছর C. ৬ বছর D. ৭ বছর (9) ৫০ মি ৭৮ মি ১১২ মি বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত? A. ১৫৬০ বর্গ মি B. ১৫৯০ বর্গ মি C. ১৬৮০ বর্গ মি D. ২২৪ বর্গ মি (10) ১১০ মিটার লম্বা একটি ট্রেন যদি ৬০ কিমি/ঘন্টায় চলে, তবে ট্রেনের গতির বিপরীত দিক থেকে ৬ কিমি/ঘন্টায় হেঁটে আসা একজন লোককে অতিক্রম করতে কত সময় লাগবে? A. ৩ সেকেণ্ড B. ৬ সেকেণ্ড C. ৯ সেকেণ্ড D. ১২ সেকেণ্ড (11) কোন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি ২০% কমিয়ে দেওয়া হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ঠিক রাখতে প্রস্থের পরিমাণ শতকরা কত বাড়াতে হবে? A. ১৫% B. ২৫% C. ৩৫% D. ৩৮% (12) রাম ও শ্যাম একটি কাজ ৬ দিনে শেষ করতে পারে। রাম একা করলে কাজটি শেষ করতে তার ৯ দিন সময় লাগে। শ্যাম একা কাজটি করলে কাজটি কত দিনে শেষ হবে? A. ২১ দিন B. ২৪ দিন C. ১৮ দিন D. ১৪ দিন (13) ভারতের প্রথম বেসরকারী ট্রেন ‘তেজস’ চালু হল ___ A. হাওড়া ও দিল্লীর মধ্যে B. হাওড়া ও মুম্বাই এর মধ্যে C. দিল্লী ও মুম্বাই এর মধ্যে D. দিল্লী ও লক্ষ্ণৌ এর মধ্যে (14) ভারতের প্রথম ভাসমান বাস্কেটবল কোর্ট চালু হল কোথায়? A. চিল্কা হ্রদ B. গঙ্গা C. আরবসাগর D. বঙ্গোপসাগর (15) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? A. পৃথিবী B. মঙ্গল C. বুধ D. শুক্র (16) সংবিধানের নিয়ম অনুযায়ী রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির চ্যান্সেলর পদের অধিকারী কে? A. রাষ্ট্রপতি B. রাজ্যপাল C. প্রধানমন্ত্রী D. মুখ্যমন্ত্রী (17) হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? A. ৫৬ বছর B. ৪৫ বছর C. ৭৬ বছর D. ৮৯ বছর (18) ভারতের তোতাপাখি বলা হয় কাকে? A. উতবী B. মিনহাজ উল সিরাজ C. আমীর খসরু D. ফিরদৌসী (19) ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? A. ইন্দিরা গান্ধী B. সুশীলা আয়ার C. রমা দেবী D. তরু দত্ত (20) “কোলাট্টাম” কোথাকার লোকনৃত্য? A. গুজরাট B. উত্তরপ্রদেশ C. তামিলনাড়ু D. উপরের কোনটিও নয় ২১ – ২৫ পর্যন্ত নীচের ছবি থেকে উত্তর দাও (21) A এর মান কত? A. ০ B. ৩ C. ২ D. ৪ (22) D এর মান কত? A. ৩ B. ২ C. ৪ D. ৫ (23) B এর মান কত? A. ৩ B. ১ C. ২ D. ৬ (24) AB + CD – BE এর মান কত? A. ৭৫ B. ৮৬ C. ৮৪ D. ৮৮ (25) C এর মান কত? A. ১ B. ৪ C. ৭ D. ৬ Your score is: The correct answers are : Clear
Well question set..
Very nice quiz.