WBP Constable Online Mock Test in Bengali 2

(1) অ্যানাটমির জনক বলা হয় কোন বিজ্ঞানী কে?










(2) একটি ঘর রঙ করতে 1000 টাকা খরচ হয়। ঐ ঘরের দ্বিগুণ দৈর্ঘ্য ও দ্বিগুণ প্রস্থ বিশিষ্ট ঘর রঙ করতে কত খরচ হবে?










(3) কোন যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয়েছিল?










(4) একটি নৌকা স্রোতের অনুকূলে 44 কিমি যায় 4 ঘন্টায় এবং প্রতিকূলে 28 কিমি যায় 4 ঘন্টায়। তাহলে নৌকার বেগ কত?










(5) গ্রানাইট শিলার রূপান্তরিত রূপ কোনটি?










(6) টারজান চরিত্রের স্রষ্টা কে?










(7) নিচের ফসল গুলির মধ্যে কোনটি অন্যগুলোর থেকে আলাদা?










(8) ক্যালসিয়াম কার্বনেট এ ক্যালসিয়ামের ওজনের শতকরা পরিমাণ কত?










(9) যদি গোপন ভাষায় ‘KUMAR’ কে 64 হিসাবে লেখা হয় তাহলে ঐ ভাষায় ‘KUMARI’ লেখা হবে কিভাবে?










(10) বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে?










(11) নীচের কোনটি অন্যগুলোর থেকে আলাদা?










(12) প্রেসার কুকারের দাম 30% কমে গেলে প্রসার কুকারের বিক্রি ২০% বেড়ে যায় তাহলে দোকানদারের আয়










(13) মানুষের শরীরে স্পাইন্যাল নার্ভের সংখ্যা কত?










(14) শুষ্ক বরফ আসলে কি?










(15) 7, 12, 22, 37, ? ,82, 112, 147










(16) দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:3 হলে সংখ্যা দুটির অনুপাত কত?










(17) নীচের কোনটি পশ্চিমবাহিনী নদী?










(18) 49 : 81 :: 64 : ?










(19) ভারতে প্রথম ডাক পরিষেবা কবে চালু হয়?










(20) কোন কোষ অঙ্গানুকে সুইসাইড ব্যাগ বলা হয়?










(21) আর্ন্তজাতিক ভূমিকম্প সমীক্ষা কেন্দ্র কোথায় অবস্থিত?










(22) ছৌ’ কোথাকার লোকনৃত্য?










(23) দইয়ে কোন এসিড থাকে?










(24) আইহোল প্রশস্তি কার লেখা?










(25) 729 এর ঘনমূল কত?










Your score is:




You May Also like

WBP Constable Online Mock test 1

History Mock Test 1

History Mock Test 2

History Mock Test 3