সরস্বতী পূজার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি – সরস্বতী পূজা বাঙালিদের একটি অন্যতম পূজা। এই পূজা বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় ছাড়া অন্যান্য পূজা মন্ডপে অনুষ্ঠিত হয়। এই পূজা ছাত্রছাত্রীদের খুবই আনন্দের পূজা। এই সরস্বতী পূজার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে চিঠি লিখতে হবে। নীচে এই চিঠি লেখার একটি নমুনা দেওয়া হল।
সরস্বতী পূজার আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি
তোমার নাম
তোমার ঠিকানা
তারিখ
প্রিয় বন্ধু,
অনেক দিন দেখা হয়নি। আশা করি তুই ভালো আছিস ও তোর বাবা মা ভালো আছে। আর কয়েকদিন পর আমাদের এখানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের এখানে এই পূজার সময় খুব বড় মেলা বসে। মেলায় যেমন থাকে বিভিন্ন ধরনের খাবারের স্টল। এছাড়া থাকে নাগরদোলা, ঘোরন দোলা ও আরো অন্যান্য মজা করবার জিনিস। আমরা সকলে এই মেলা খুবই উপভোগ করি। এবারের পূজার তুই অবশ্যই আমাদের বাড়ি আসবি। আমার ইচ্ছা এবার তোকে সঙ্গে নিয়ে পূজা দেখতে যাবো। খুব মজা হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকিস। তোর বাবা।মাকে প্রণাম জানাস।
বন্ধুর নাম
বন্ধুর ঠিকানা
ইতি
তোমার নাম