গাছ আমাদের বন্ধু রচনা

গাছ আমাদের বন্ধু
গাছ আমাদের বন্ধু

গাছ আমাদের বন্ধু রচনা | Trees is Our Best Friends : এই আর্টিকেলে গাছ আমাদের বন্ধু এই রচনাটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই রচনাটি class 5, 6 , 7 এর জন্য উপযোগী। Class 5, 6 ছাড়াও অন্যান্য শ্রেণীর ছাত্রছাত্রীরা এই রচনাটি পড়তে পারে।

Table of contents

• ভূমিকা 

• গাছের গুরুত্ব 

• গাছ কিভাবে মানুষের উপকার করে 

• গাছ কিভাবে অন্যান্য পানিদের উপকার করে 

• গাছ কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে 

• নির্বিচারে গাছ কাটা 

• বৃক্ষরোপণ 

• বন সংরক্ষণ 

• উপসংহার

গাছ আমাদের বন্ধু রচনা

ভূমিকা 

সভ্যতার সূচনা লগ্নে মানুষ আশ্রয় নিয়েছিল গাছের কোলে। গাছই ছিল তাদের পরম বন্ধু পরম আত্মীয়। মানুষ গাছের নিচেই বসবাস করত গাছের ফল খেতো এবং গাছের ছাল পাতা দিয়ে লজ্জা নিবারণ করত। গাছের মতো পরম মিত্র মানুষের কেউ নেই। সেই প্রাচীন যুগ থেকে বর্তমান যুগ পর্যন্ত গাছ মানুষের পরম বন্ধু হয়েই আছে। গাছ থেকে আমরা বিভিন্ন ফল মূল, পুষ্প সম্ভার, বাস গৃহে প্রয়োজনীয় উপাদান, লতাপাতা, আসবাবপত্রের প্রয়োজনীয় কাস্টরাজি প্রভৃতি গাছ থেকেই আমরা পেয়ে থাকি। গাছ চিরকাল মানুষের বন্ধু ছিল আছে এবং থাকবে।

গাছের গুরুত্ব 

গাছের গুরুত্ব বলে শেষ করা সম্ভব নয়। গাছ হলো পৃথিবীর অমূল্য সম্পদ। গাছ একদিকে যেমন ভূমিক্ষয় রোধ করে, বন্য রোধ করে তেমনি গাছ থেকে উৎপন্ন ফল পাতা আমাদের জীবনে অপরিহার্য। এছাড়া বিভিন্ন গাছ থেকে বিভিন্ন জীবনদায়ী ঔষধ তৈরি হয় যা মানুষের জীবনে অতি প্রয়োজন। আমাদের প্রতি মুহূর্তে প্রঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে শরীরকে তরতাজা করে অক্সিজেন আর সেই অক্সিজেনের চাহিদা মেটায় এই গাছ। তাই আমরা গাছের প্রতি চিরদিনই এবং চির কৃতজ্ঞ।

গাছ কিভাবে মানুষের উপকার করে 

গাছ থেকে আমরা যে কাঠ পাই সেগুলি জ্বালানির কাজে, আসবাবপত্র তৈরি করতে, জাহাজ নির্মাণ, রেলগাড়ি তৈরি, বিভিন্ন ধরনের কাজে সেই কাঠ ব্যবহার করা হয়। এছাড়া আমরা গাছ থেকে পাই রজন, ধুনা, গঁদ প্রভৃতি দ্রব্য যেগুলো মানুষের নিত্য ব্যবহারের সাথে যুক্ত। এছাড়া বিভিন্ন ধরনের ঔষধ পেয়ে থাকি যা আমাদের জীবনের জন্য অতি মূল্যবান।

গাছ কিভাবে অন্যান্য প্রানিদের উপকার করে 

প্রকৃতিতে বেশিরভাগ পশু পাখি বিশেষ করে যে সমস্ত তৃণভোজী পশুরা রয়েছে তাদের খাদ্যের মূল যোগান হল এই সবুজ গাছ। পশুরা এই গাছ খেয়ে গাছের ফল খেয়ে বেঁচে থাকে এবং পাখিরা গাছের ফল খেয়ে বেঁচে থাকে। বিভিন্ন পাখি গাছের উপরে গাছের ডালে বাসা বাঁধে গাছ তাদের জন্য প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ দান।

গাছ কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে 

আমাদের বেঁচে থাকার জন্য প্রতিটি মুহূর্তে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছি। কোন প্রাণী অক্সিজেন তৈরি করতে পারে না। কিন্তু কেবলমাত্র গাছ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরির সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং খুবই গুরুত্বপূর্ণ অক্সিজেন উৎপন্ন করে। এইভাবে গাছ বাতাসের বিভিন্ন উপাদানের ভারসাম্য রক্ষা করে চলছে।

নির্বিচারে গাছ কাটা 

আমরা গাছ থেকে বিভিন্ন মূল্যবান দ্রব্য পেয়ে থাকি। আর সেই মূল্যবান দ্রব্যের চাহিদা পূরণের জন্য আমরা নির্বিচারে গাছ কেটে যাচ্ছি। এছাড়া পৃথিবীতে অত্যাধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ অনেক অরণ্য ধ্বংস করে ফেলছে। সেখানে শহর এবং নগর গড়ে তুলছে। এর ফলে পৃথিবী থেকে গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ 

গাছ আমাদের পরম মিত্র। গাছের মতো বন্ধু কেউ নেই। তাই আমাদের নিজেদের জন্য, পরিবেশকে সুন্দর এবং পৃথিবীকে প্রাণ উজ্জ্বল করে রাখতে গাছের রোপন আমাদের করতে হবে। গাছের সংরক্ষণ আমাদেরই করতে হবে। নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে এবং আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে আমরা সকলেই বৃক্ষ রোপন করব এবং গাছকে আমাদের জন্য সুন্দর পৃথিবী তৈরির জন্য গাছকে আমরা বাঁচিয়ে রাখবো।

উপসংহার

পৃথিবীকে নির্মল কোমল সুন্দর করে তুলতে গাছের কোন বিকল্প নেই। এই সুন্দর বিশ্বকে সকলের বাসের উপযোগী করার জন্য আমাদের অবশ্যই বেশী বেশী করে গাছ লাগাতে হবে। একটি গাছ একটি প্রাণ এই কথাটা আমাদের মনের অন্তরের মণিকোঠায় গেঁথে রাখতে হবে। গাছ আমাদের চির বন্ধু তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব কর্তব্য।

Leave a Comment