জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি – জন্মদিন বছরের সবথেকে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটা অন্যান্য দিনগুলির থেকে সম্পূর্ণ আলাদা। জন্মদিনটা একটু আলাদা করে কাটাতে প্রায় সকলের ইচ্ছা হয়। জন্মদিনটা বেশ একটু জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে এটা অনেকেরই ইচ্ছা থাকে। এই জন্মদিনের দিন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবরা সকলে এক জায়গায় একত্রিত হয়ে খুব আনন্দ করে। সে রকমই তোমার জন্মদিনে তোমার বন্ধুকে কিভাবে চিঠি লিখে নিমন্ত্রণ করবে, তার একটি উদাহরণ নিচে দেওয়া হলো।
জন্মদিনের নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি
প্রিয় বন্ধু,
আশা করি তুই ভালো আছিস এবং তোর বাবা-মাও ভালো আছে। আমিও ভালো আছি, আমার বাবা মাও ভালো আছে। প্রত্যেক বছরের ন্যায় এ বছরেও আগামী ২রা জানুয়ারি আমার জন্মদিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমাদের বাড়িতে। এবারের জন্মদিন অনুষ্ঠানটি খুবই জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। আমার সমস্ত আত্মীয় এবং অন্যান্য বন্ধুবান্ধবরা সকলেই আসবে। ওই অনুষ্ঠানে তোর এবং তোর বাবা মার সকলের নিমন্ত্রণ রইল। ওই অনুষ্ঠানে অবশ্যই অবশ্যই আসবি এবং বাবা মাকে সঙ্গে নিয়ে আসবি। আমি তোর জন্য অপেক্ষায় থাকবো। ভালো থাকিস, তোর বাবা মাকে প্রণাম জানাস।
ইতি
তোমার নাম