অনলাইনে বই কেনার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি 

অনলাইনে বই কেনার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি
অনলাইনে বই কেনার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি

অনলাইনে বই কেনার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি –  বর্তমান যুগে প্রায় কম বেশি সকলেই অনলাইনে কেনা কাটা করে থাকি। অনলাইনে কেনার কিছু সুবিধা আছে আবার অনেক অসুবিধাও আছে। অনলাইনে বই কেনার অভিজ্ঞতা নিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। নীচে এইধরনের একটি চিঠি লিখে রেখেছি। তোমরা চিঠি লেখার সময় এইটিকে মডেল হিসাবে ব্যবহার করতে পারো।

অনলাইনে বই কেনার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি

                                                                                                       তোমার নাম

                                                                                                     তোমার ঠিকানা

                                                                                                            তারিখ

প্রিয় বন্ধু,

  আশা করি তুই ভালো আছিস। অনেকদিন তোর সাথে কোন যোগাযোগ হয় নি। আজকে একটি অনলাইনে বই কেনার অভিজ্ঞতা নিয়ে চিঠি লিখছি। গত সপ্তাহে আমি অনলাইনে একটি বিজ্ঞান বই কিনে ছিলাম। অনলাইনে আমি এই প্ৰথম কোন জিনিস কিনলাম। অনেকেই অনলাইনে কেনাকাটা করে থাকে। কিন্তু আমার অনলাইনে কোন কিছু কিনতে কিন্তু কিন্তু লাগে। তবে এবার অনলাইনে অফারটা দেখে আর থাকতে পারলাম না। একটা বই কিনেই ফেললাম। অনলাইনে বই কিনতে গিয়ে যে মজার ঘটনাটা ঘটেছিল তোকে না জানিয়ে আর পারলাম না। যখন আমি অনলাইনে বইয়ের ডেলিভারি পাই মনে মনে খুব আনন্দ হচ্ছিল আবার একটা কিন্তু কিন্তু ভাবও হচ্ছিল, বই পাব না অন্য কিছু পাবো। বাড়িতে এসে যখন প্যাকেট খুলি তখন দেখি আমি যে লেখকের বইটি অর্ডার করেছিলাম সেটি না এসে অন্য লেখকের একটি বই এসেছে। তবে এই বইটাও খুব ভালো বই। কিন্তু আমি যে বইটা কিনবো ভেবেছিলাম সেটাই আমার পছন্দ। তাই অনলাইনে গিয়ে ওদের  বইটি পাল্টে দেবার জন্য বলি। ওরা কিন্তু খুবই ভালো প্রতিক্রিয়া দিয়েছিল। কদিনের মধ্যেই আমার পছন্দমতো লেখকের বইটি ডেলিভারি দিয়ে যায়। আমি বইটি পেয়ে খুবই আনন্দিত। তুই যদি অনলাইনে কোন বই কিনে থাকিস, তাহলে তোর কিরকম অভিজ্ঞতা হয়েছিল তা চিঠিতে জানাস। ভালো থাকিস আর তোর বাবা মাকে প্রণাম জানাস।

বন্ধুর নাম

বন্ধুর ঠিকানা                                                                                                    

    ইতি 

                                                                                                                       তোমার নাম

অনলাইনে বই কেনার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি
অনলাইনে বই কেনার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি

Leave a Comment