Rail India Technical and Economic Services (RITES) পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে নিন্মলিখিত পদের জন্য আবেদন গ্রহণ করছে। নীচে বিঞ্জাপনের বিশদ বিবরণ দেওয়া হল।
পোস্টের নাম – এসিস্ট্যান্ট ম্যানেজার
শূন্যপদের সংখ্যা – ১৫
যোগ্যতা – Diploma/B.E./B.Tech
বয়স – ১৮ – ৪০ (০৯/০১/২০২৫)
আবেদন শুরু – ২০/১২/২০২৪
আবেদন শেষ – ০৯/০১/২০২৫
আবেদন ফী – ৬০০ টাকা (UR / OBC)
৩০০ টাকা (SC/ST/EWS/PWD)
আবেদনের পদ্ধতি – আবেদনের জন্য RITES এর অফিশিয়াল ওয়েবসাইট এ অনলাইনে আবেদন করতে হবে।