পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বন্ধুকে চিঠি – বছরের অন্যান্য পরীক্ষার থেকে বার্ষিক পরীক্ষার গুরুত্ব অনেকটাই আলাদা। অন্যান্য পরীক্ষাগুলো একটু খারাপ হলেও সকল ছাত্র-ছাত্রী চেষ্টা করে যাতে বার্ষিক পরীক্ষার ফলাফল খুব ভালো হয়। তুমি বার্ষিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছো তা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। এই চিঠি কিভাবে লিখবে সেটি নিচে একটি উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আশা করি এই চিঠিটি দেখে তুমি তোমার নিজের মতো করে কিরকমভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়েছো সেই চিঠি বন্ধুকে লিখতে পারবে।
পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বন্ধুকে চিঠি
প্রিয় বন্ধু,
আশা করি তুই ভালো আছিস। অনেকদিন তোর সাথে কোন যোগাযোগ হয় নাই। আর কিছুদিন পরেই আমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে। গত পরীক্ষায় আমার রেজাল্ট আশানুরূপ হয়নি। তাই বার্ষিক পরীক্ষার ফলাফল যাতে খারাপ না হয় সেজন্য আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতে শুরু করেছি। গত পরীক্ষায় আমার অংকতে খুবই কম নম্বর এসেছিল। তাই এবারে অংকের টিচার আমার জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছিল এবং বেশি করে অংক প্র্যাকটিস করতে বলেছে। আমি বার্ষিক পরীক্ষার জন্য একটি রুটিন তৈরি করেছি। সেই রুটিনে সকালে বাংলা, ইংরেজি এবং অংক করছি আর সন্ধ্যের দিকে বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ও অন্যান্য সাবজেক্ট পড়ছি। যেহেতু পরীক্ষা খুবই কাছে চলে আসছে আমি খেলাধুলা অনেক কমিয়ে দিয়েছি। সারাদিনে যা পড়লাম সেগুলো বিকালের দিকে খাতায় লিখে প্র্যাকটিস করছি। এবার পরীক্ষায় আমায় ভালো ফল করতেই হবে। যাতে পরীক্ষায় ভালো ফল হয় তার জন্য আমি যথাসম্ভব চেষ্টা করছি। তোর পরীক্ষা কবে শুরু হবে আর তুই পরীক্ষার জন্য কিরকম ভাবে প্রস্তুতি নিচ্ছিস সেটা আমায় জানাস। আচ্ছা আজ এই পর্যন্তই। ভালো থাকিস, তোর বাবা মাকে প্রণাম জানাস।
বন্ধুর নাম
বন্ধুর ঠিকানা ইতি
তোমার নাম